
সুনামগঞ্জ: জেলার বিশ্বম্ভরপুর উপজেলা সীমান্ত এলাকায় মাদক দ্রব্যের অপব্যবহার, চোরাচালান কার্যক্রম বন্ধ এবং অবৈধ পাচারবিরোধী জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ জুন) উপজেলার ১নং সলোকাবাদ ইউনিয়নের কাপনা এলাকায় সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবির অধীনস্থ ডুলুরা বিওপি এই সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লে: কর্নেল এ কে এম জাকারিয়া কাদির, পিএসসি বলেন, সীমান্তে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। অনিয়মকারীদের কঠোরভাবে দমন করা হবে, সে যত বড় শক্তিশালীই হোক না কেন।
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত এই সভায় তিনি আরও বলেন, চোরাকারবারি, তাদের সহযোগী ও মদদদাতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। এক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।
কর্নেল জাকারিয়া কাদির জানান, সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করার পাশাপাশি টহল ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। এর ফলে প্রতিদিন বিপুল পরিমাণ চোরাই পথে আসা ভারতীয় পণ্য সামগ্রী জব্দ করা হচ্ছে।
সভায় মাদকদ্রব্যসহ সকল ধরনের চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, আন্তর্জাতিক সীমানা রেখায় শ্রমিক কর্তৃক অবৈধভাবে পাথর উত্তোলন, সীমান্তে শূন্য লাইনে গবাদি পশু না চরানো এবং নারী ও শিশু পাচার রোধকল্পে স্থানীয় জনসাধারণকে সতর্ক থাকার পাশাপাশি বিজিবিকে তথ্য জানানোর জন্য আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মফিজুর রহমান, বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই আদনান আরিফ রিফাত, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ ও ডুলুরা এলাকার গ্রামবাসী উপস্থিত ছিলেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর