
বরগুনা সদর উপজেলার কেজি স্কুল সংলগ্ন একটি দোকানে অভিযান চালিয়ে ১৫ বস্তা সরকারি চাল জব্দ করেছে স্থানীয় প্রশাসন। বৃহস্পতিবার রাতে স্থানীয় লোকজনের অভিযোগের ভিত্তিতে চালগুলো উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, জব্দকৃত চাল ৭ নং ঢলুয়া ইউনিয়নের সরকারি বরাদ্দের চাল হতে পারে। দোকানদার শাহিন জানান, তিনি ঢলুয়া ইউনিয়নের মেম্বার কবিরের কাছ থেকে ২১০০ টাকা দরে প্রতি বস্তা চাল কিনেছেন। স্থানীয়দের সন্দেহ হলে তারা দোকানটি ঘেরাও করে প্রশাসনকে খবর দেয়। পরে ইউনিয়ন পরিষদ ও থানা পুলিশের উপস্থিতিতে চালগুলো জব্দ করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালগুলো ভিজিডি, কাবিখা বা অন্য কোনো সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বরাদ্দকৃত। তবে চালগুলো কীভাবে ওই দোকানে গেল, তা জানতে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ইউনিয়ন পর্যায়ে চাল বিতরণে অনিয়ম হয়ে আসছে। প্রশাসনের নজরদারির অভাবে এসব ঘটনা আড়ালে থেকে যাচ্ছে।
এ বিষয়ে বরগুনা সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াসির আরাফাত রানা জানান, চাল উদ্ধারের ঘটনায় তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
ঢলুয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোকলেস জানান, জব্দকৃত চালগুলো জেলেদের জন্য বরাদ্দ ছিল এবং কাদের নামে বিতরণ করা হয়েছে, তার মাস্টার রোল তার কাছে রয়েছে। অভিযুক্ত কবির মেম্বারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং তারা দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর