
সড়কে চাঁদাবাজি ও শ্রমিকদের মারধরের প্রতিবাদে পাবনা থেকে ঢাকাগামী রুটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। পাবনা জেলা মোটর মালিক গ্রুপ বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টা থেকে এই ধর্মঘটের ডাক দেয়।
পাবনা জেলা মোটর মালিক গ্রুপের অফিস সচিব আমিনুল ইসলাম বাবলু শুক্রবার (২৭ জুন) দুপুরে জানান, পাবনা মোটর মালিক গ্রুপ, বাস মিনিবাস মালিক সমিতি সহ তিনটি সংগঠনের ডাকে এই ধর্মঘট পালিত হচ্ছে। চলমান সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।
মালিক সমিতির নেতারা জানান, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মোটর মালিক ও শ্রমিকরা দীর্ঘদিন ধরে পাবনা থেকে ঢাকাগামী পরিবহনের শ্রমিকদের সঙ্গে বিভিন্ন সময়ে নানা ধরনের শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছেন। তাদের অভিযোগ, গত ২৫ জুন শাহজাদপুরের বাস শ্রমিকরা বিনা কারণে পাবনার এক শ্রমিককে মারধর করে।
পাবনা মোটর মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি খাদেমুল ইসলাম বাদশা বলেন, শাহজাদপুরের বাস শ্রমিকরা বারবার কথা দেওয়ার পরও পাবনার গাড়িতে হামলা চালাচ্ছে। গত ২৫ জুন তাদের একজন শ্রমিককে মারধর করা হয় এবং এতে কয়েকজন শ্রমিক আহত হন। তিনি আরও বলেন, প্রশাসন কর্তৃক এর স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।
শাহজাদপুর মহাসড়ক দিয়ে পাবনার সব বাস ঢাকায় চলাচল করে। বাস মালিকদের অভিযোগ, প্রায়ই সিরাজগঞ্জের শাহজাদপুরের বাস মালিক-শ্রমিকরা পাবনার বাসচালক ও শ্রমিকদের মারধর করেন এবং পাবনার বাসগুলোকে আগে যেতে দেওয়া হয় না।
তবে, সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলা পরিবহন মালিক-শ্রমিক সমিতির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর