
কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ও চরশৌলমারী ইউনিয়নের মধ্যবর্তী কাজাইকাটা এলাকায় হলহলিয়া নদীর ওপর একটি ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা।
শুক্রবার (২৭ জুন) কাজাইকাটা এলাকায় এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
স্থানীয়দের সূত্রে জানা যায়, কাজাইকাটা, আনন্দ বাজার, খেয়ারচর, দক্ষিণ নামাজের চর, উত্তর নামাজের চর, চর গেন্দার আলগা, খা পাড়া, ভাঙ্গা পাড়া, সাহবের আলগা, আমবাড়ি, কাউনিয়ারচর, চর কাউনিয়ারচর, ধনতোলা, ছাট কড়াই বাড়িসহ আশপাশের গ্রামের প্রায় ৫০ হাজার মানুষ দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।
ব্রিজের অভাবে কাজাইকাটা গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া হলহলিয়া নদীর ওপর স্থানীয়দের উদ্যোগে বাঁশ ও কাঠ দিয়ে একটি সাঁকো তৈরি করা হয়েছে। এই সাঁকো দিয়ে শিশু, বৃদ্ধ, রোগী, স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষকসহ সবাই জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হন। বর্ষাকালে এই দুর্ভোগ আরও বাড়ে। সাঁকোটি দুর্বল হওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটে।
মানববন্ধনে বক্তারা বলেন, দ্রুত এখানে একটি ব্রিজ নির্মাণ করা প্রয়োজন। স্বাধীনতার এত বছর পরও একটি ব্রিজের জন্য তাঁদের মানববন্ধন করতে হচ্ছে। তাঁরা সড়ক ও জনপথ বিভাগ এবং স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
এলাকাবাসী রফিকুল ইসলাম জানান, কৃষকরা তাঁদের উৎপাদিত ফসল বাজারে নিতে পারেন না। পণ্য পরিবহন, শিক্ষার্থীদের চলাচল এবং রোগীদের হাসপাতালে নেওয়াসহ সব ক্ষেত্রেই দুর্ভোগ পোহাতে হয়। তাই তাঁরা এখানে একটি স্থায়ী ব্রিজ নির্মাণের দাবি জানান।
স্থানীয় কৃষক সোনা মিয়া বলেন, "আমরা ফসল উৎপাদন করি, কিন্তু বাজারে নিতে গেলে গাড়ি পাওয়া যায় না। ফলে ফসলের ন্যায্য দাম পাই না। এখানে একটি ব্রিজ হলে আমরা আমাদের ফসলের প্রকৃত দাম পাব।"
স্থানীয়রা জানান, এখানে ৮০ থেকে ৯০ মিটার দীর্ঘ একটি ব্রিজ নির্মাণ করা হলে এলাকার মানুষের দীর্ঘদিনের এই জনদুর্ভোগ কমবে।
রার/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর