গাংনী উপজেলায় রায়পুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাফর আলীকে (৫০) আটক করেছে সেনাবাহিনী। আজ শুক্রবার ভোরে উপজেলার এলাঙ্গী গ্রাম থেকে তাকে আটক করা হয়। পরে তার বাড়ির আঙ্গিনা সংলগ্ন একটি পরিত্যক্ত ঘর থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও তিনটি ককটেল উদ্ধার করা হয়।
গাংনী সেনা ক্যাম্প সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জাফর আলীর বাড়িতে অভিযান চালানো হয়। বাড়ির ভিতরে ও বাইরে তল্লাশি করে আঙ্গিনা সংলগ্ন পরিত্যক্ত ঘর থেকে অস্ত্র ও ককটেল উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য জাফর আলীকে আটক করে গাংনী সেনা ক্যাম্পে নেয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে অস্ত্রসহ তাকে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, জাফর আলীকে থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
রার/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর