
"একটি হলেও বৃক্ষরোপণ করবো জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে" এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রামে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।
শুক্রবার (২৭ জুন) উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কাথম জুমুলতলা মসজিদ মাজারের সামনে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক হারুনুর রশিদ রাফি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, ইসলামী ছাত্র শিবির পরিবেশবান্ধব ও সচেতন প্রজন্ম গঠনে কাজ করছে। এই বৃক্ষরোপণ কর্মসূচি সেই কাজেরই অংশ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বগুড়া জেলা পশ্চিম শাখার সভাপতি আবু সাঈদ কুতুব ও সেক্রেটারি হাফেজ আল-ইমরান।
অন্যান্যদের মধ্যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নন্দীগ্রাম উপজেলা শাখার সভাপতি আমিরুল ইসলাম মোমিন, সেক্রেটারি মুনির হোসেন এবং জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন।
রার/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর