গুঁড়া দুধ আমদানির ওপর নির্ভরতা কমাতে সরকার বদ্ধপরিকর বলে জানালেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, "আমরা যে টাকা দিয়ে গুঁড়া দুধ আমদানি করি, সেই টাকা দিয়ে অনেকগুলো চিলিং সেন্টার তৈরি করা সম্ভব। কেন আমরা সেই চিলিং সেন্টার করছি না—সেটা খতিয়ে দেখা হবে। সরকারিভাবে এই উদ্যোগ নেওয়ার পাশাপাশি বেসরকারি খাতকেও উৎসাহিত করা হবে।"
আজ শনিবার মানিকগঞ্জ সদর উপজেলার জয়নগর স্কুল মাঠে গবাদি পশুর রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা আরো বলেন, শুধু রপ্তানির জন্য নয়, বরং প্রাণীর কষ্ট লাঘব করাই সরকারের প্রধান লক্ষ্য। গবাদি পশু, ছাগল, হাঁস-মুরগির যেকোন রোগ নির্মূলে সরকার কাজ করছে। মানুষের মতো প্রাণীদেরও রোগমুক্ত জীবন নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।
ক্ষুরারোগের (এফএমডি ভাইরাস) ভ্যাকসিন প্রসঙ্গে তিনি বলেন, এই ভ্যাকসিন আমদানিতে দীর্ঘসূত্রিতা থাকলেও সরকার তা নিরসনে অবিরাম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আর্জেন্টিনা থেকে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ভ্যাকসিন আনা হয়েছে এবং প্রথম ডোজের চালান ইতোমধ্যে দেশে এসে পৌঁছেছে। দ্বিতীয় চালান ছয় মাস পর আসবে। এই ভ্যাকসিন প্রয়োগে খামারিদের সহযোগিতা কামনা করেন তিনি।
অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবু সুফিয়ান, জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোহাম্মদ মজিবুর রহমানসহ দুই শতাধিক খামারি উপস্থিত ছিলেন।
সর্বশেষ খবর