টেকনাফে ছয়টি হত্যাকাণ্ডসহ একাধিক অপরাধে জড়িত মোহাম্মদ ইসমাইল নামের এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অপহরণ, মুক্তিপণ আদায়, ডাকাতি ও হত্যার অভিযোগে তার বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে, যার মধ্যে পাঁচটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।
শুক্রবার রাতে টেকনাফ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাইট্যং পাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ৩৪ বছর বয়সী ইসমাইল টেকনাফের নয়াপাড়া মুচনী রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা এবং তার বাবার নাম আবু সুলতান।
জেলা পুলিশের মুখপাত্র জসিম উদ্দিন জানান, ইসমাইল দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় অপহরণ ও মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত ছিল। প্রাথমিক তদন্তে জানা গেছে, সে একটি সংঘবদ্ধ রোহিঙ্গা সন্ত্রাসী চক্রের নেতৃত্ব দিচ্ছিল। এই চক্র শুধু রোহিঙ্গা নয়, স্থানীয় অপরাধী চক্রের সঙ্গেও জড়িত।
পুলিশ আরও জানায়, ইসমাইল ও তার দল টেকনাফসহ পার্শ্ববর্তী অঞ্চল থেকে লোকজনকে অপহরণ করে সীমান্তবর্তী দুর্গম এলাকায় আটকে রেখে মুক্তিপণ আদায় করত। মুক্তিপণ না পেলে তাদের হত্যার ঘটনাও ঘটেছে। এছাড়া ডাকাতি ও অস্ত্র ব্যবসার সঙ্গেও তার সম্পৃক্ততা রয়েছে।
পুলিশের ভাষ্য, ইসমাইলকে গ্রেপ্তারের পর চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান জোরদার করা হয়েছে। স্থানীয় কোনো প্রভাবশালী ব্যক্তি বা রাজনৈতিক ছত্রছায়া তার সঙ্গে ছিল কি না, সেটিও তদন্ত করা হচ্ছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর