
`কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির কারণে দেশের বৃহত্তম স্থল শুল্ক স্টেশন বেনাপোল কাস্টম হাউসে আমদানি-রপ্তানি বাণিজ্য এবং পণ্য চালানের শুল্কায়ন কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকে এই কর্মসূচি পালিত হচ্ছে।
শনিবার সকাল থেকে বেনাপোল কাস্টম হাউসের স্বাভাবিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। কাস্টম হাউসের ভেতরে কোনো কর্মকর্তা-কর্মচারী বা সেবাগ্রহীতাদের প্রবেশ করতে বা বের হতে দেখা যায়নি। মূল ফটকের সামনে আন্দোলনকারীরা ব্যানার ঝুলিয়ে রেখেছেন, যেখানে লেখা আছে ‘দেশ ও রাষ্ট্রের বৃহত্তর রাজস্ব ব্যবস্থার পূর্ণাঙ্গ ও টেকসই সংস্কারের লক্ষ্যে শান্তিপূর্ণ মার্চ-টু-এনবিআর’।
কর্মসূচিতে অংশ নিতে বেনাপোল কাস্টম হাউসের কর্মকর্তা-কর্মচারীরা আগারগাঁও রাজস্ব ভবনের সামনে যোগ দিয়েছেন। আন্দোলনকারীদের অভিযোগ, এনবিআর চেয়ারম্যান সমস্যার সমাধানে ব্যর্থ হয়ে মিথ্যাচার করছেন। তারা চেয়ারম্যানের অপসারণের দাবি জানিয়েছেন।
বেনাপোল কাস্টম হাউস সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানিয়েছেন, শাটডাউনের কারণে বাণিজ্যিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে এবং এর ফলে রাজস্ব আহরণে মারাত্মক প্রভাব পড়বে।
নাম প্রকাশে অনিচ্ছুক কাস্টম হাউসের এক কর্মকর্তা জানান, আগে কলম বিরতি চললেও কিছু কাজ হতো, কিন্তু শনিবার থেকে কমপ্লিট শাটডাউনের কারণে কোনো কার্যক্রম চলছে না।
বেনাপোল কাস্টম হাউসের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আবু তাহের জানান, কমপ্লিট শাটডাউনের কারণে আমদানি-রপ্তানি ও পণ্য শুল্কায়নের সব কার্যক্রম বন্ধ রয়েছে।
বেনাপোল কাস্টম সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব শামছুর রহমান জানান, কাস্টম কর্মকর্তাদের শাটডাউনের কারণে কাস্টম হাউসে কোনো কাজ হচ্ছে না।
তবে, বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে যাত্রীসেবা স্বাভাবিক রয়েছে।
উল্লেখ্য, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামের দুটি বিভাগ করে গত ১২ মে সরকার অধ্যাদেশ জারি করে। এর প্রতিবাদে রাজস্ব বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলন করছেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর