
হারিয়ে যাওয়া চার বছরের শিশু হোসাইন ফিরতে চায় তার পরিবারের কাছে। যে বয়সে মা-বাবার আদর স্নেহ আর ভালোবাসায় থাকার কথা, সেই বয়সে মা-বাবাকে হারিয়ে আশ্রয় হয়েছে কুমিল্লার দেবিদ্বারে সরকারি শিশু পরিবারে। গত বছরের ১৪ ডিসেম্বর মায়ের সঙ্গে বেড়ানোর এক ফাঁকে হারিয়ে যায় সে।
জানা গেছে, সাত মাস আগে হোসাইন (৪) নামে একটি ছেলে তার মায়ের সঙ্গে বাহির হয়ে হারিয়ে যায়। হারিয়ে যাওয়া হোসাইন মাকে খুঁজতে খুঁজতে ট্রেনে চড়ে চলে আসে কুমিল্লার লাকসাম স্টেশনে।
পুলিশ তার পরিবারকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে সেখান থেকে হোসাইনকে লাকসাম সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে দেবিদ্বার সরকারি শিশু পরিবারে পৌঁছে দেয়।
পরে শিশু পরিবারের কর্তৃপক্ষ হোসাইনের সঙ্গে কথা বললে সে তার বাবার নাম আলমগীর হোসেন, মায়ের নাম জরিনা ও গ্রামের বাড়ি নোয়াখালীর নামাত বলে জানায়। সে আরও জানায়, তার বাবা নোয়াখালীর একটি দোকানে কাজ করে। হাসান নামে তার একটি ছোট ভাই রয়েছে।
দেবিদ্বার শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক বরুন চন্দ্র দে বলেন, গত বছরের ১৪ ডিসেম্বর লাকসাম থানা পুলিশ হোসাইনকে আমাদের কাছে হস্তান্তর করেছে। তার বয়স চার বছর হবে। হোসাইন তার পরিবারের কাছে ফিরে যেতে প্রায়ই কান্নাকাটি করে। হোসাইন তার যে গ্রামের নাম বলে, সেই নামে নোয়াখালীতে কোনো গ্রাম খুঁজে না পাওয়ায় আমরা তার পরিবারের কাছে পৌঁছে দিতে পারছি না। যদি কেউ তার পরিবারের সন্ধান পান আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ রইল।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর