
ফেসবুক লাইভে এসে সকলের কাছে দোয়া ও ক্ষমা চাওয়ার দুদিন পর মারা গেলেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ (৫২)।
বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোরে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের আজিমপুরে গ্রামের বাড়িতে তার মৃত্যু হয়।
শহিদুর রহমান ওই এলাকার মুক্তিযোদ্ধা আবদুর রশিদের ছেলে। তিনি সিংগাইর সরকারি কলেজের সাবেক ভিপি।
পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবৎ শহিদুর রহমান ডায়াবেটিসসহ নানা রোগে জর্জরিত ছিলেন। তাছাড়া গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর নাশকতা ও হত্যা মামলায় দীর্ঘদিন কারাভোগ শেষে ২ সপ্তাহ আগে জেল থেকে জামিনে মুক্তি পান।
এর মধ্যে, হঠাৎ বৃহস্পতিবার ভোরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা তিনি। এতে তার পরিবারে নেমে আসে শোকের ছায়া।
এর আগে, গত ১৪ ও ১২ জুলাই রাতে তার নিজ ফেসবুক আইডি থেকে লাইভে এসে ৫ আগস্ট পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট ও সমসাময়িক পরিবেশ পরিস্থিতির উপর দীর্ঘ বক্তব্য রাখেন। একপর্যায়ে বক্তব্যের শেষে তিনি বলেন, ‘সময় বেশি নেই।’
এ ছাড়াও সেখানে তিনি সিংগাইরসহ দেশের সকল রাজনৈতিক এবং সাধারণ মানুষের কাছে অতীতে কোনো ভুলভ্রান্তি করে থাকলে তার জন্য ক্ষমা চেয়ে দোয়া প্রার্থনা করেন।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর