কিশোরগঞ্জ: "যতদিন চন্দ্রসূর্য উঠবে, ততদিন বাংলার ত্রিশ লক্ষ শহীদের নাম কেউ ভুলবে না। বাংলাদেশ ছাড়া এই দেশের নাম আমরা কোনোদিন পরিবর্তন করতে দেব না," বলেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ফজলুর রহমান।
শনিবার সন্ধ্যায় কিশোরগঞ্জের ইটনা উপজেলার চৌগাংগা কামিল মাদরাসা প্রাঙ্গণে চৌগাংগা ইউনিয়ন বিএনপি আয়োজিত এক শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চৌগাংগা ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব আব্দুল জব্বারের রুহের মাগফেরাত কামনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফজলুর রহমান বলেন, "যদি এই দেশের নাম আবার পাকিস্তান চান, তাহলে তৈরি থাকেন। নতুন বাংলাদেশ হবে কেন? বাংলাদেশ ৭১ সনেই সৃষ্টি হয়েছে। চক্রান্ত চলছে। সেই চক্রান্তের বিরুদ্ধে সবাইকে হুশিয়ার থাকতে হবে।"
তিনি আরও বলেন, "মুক্তিযুদ্ধের বিরোধীদের করুণা নিয়ে এক সেকেন্ডও পৃথিবীতে বেঁচে থাকতে চাই না।"
আওয়ামী লীগের বিগত ১৫ বছরের দমন-পীড়নের কথা উল্লেখ করে তিনি বলেন, "আবদুল হামিদ আমাকে দেশে আসতে দেননি। আমার মা-বাবার কবরে গিয়ে মোনাজাত পড়তে দেননি। রাষ্ট্রদ্রোহ মামলা দিয়ে আমাকে জেলখানায় রেখেছেন।"
ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি তোফায়েল আহমেদ তোতা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট উম্মে কুলসুম রেখা, ইটনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম রতন, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এসএম কামাল হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সর্বশেষ খবর