
নড়াইলের লোহাগড়ায় লক্ষ্মীপাশা আদর্শ মহিলা কলেজ কেন্দ্রে এইচএসসি বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় ভুল সেটে প্রশ্ন বিতরণের ঘটনা ঘটেছে। রবিবার (২৯ জুন) অনুষ্ঠিত পরীক্ষায় ৪ নম্বর সেটের পরিবর্তে ২ নম্বর সেটের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়। এতে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা যায়, যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় ৪ নম্বর সেটে প্রশ্নপত্র দেওয়ার কথা ছিল। কিন্তু লক্ষ্মীপাশা আদর্শ মহিলা কলেজ কেন্দ্রে ভুলবশত ২ নম্বর সেটের প্রশ্ন বিতরণ করা হয়। ৫৬০ জন পরীক্ষার্থী এই ভুল সেটের প্রশ্নে পরীক্ষা দেয়। পরীক্ষা শেষে শিক্ষার্থীরা বিষয়টি জানতে পারে।
এ ঘটনায় যশোর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কেন্দ্র সচিব কাজল কুমার বিশ্বাসকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে এবং কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। একই সঙ্গে ট্যাগ অফিসার ও লোহাগড়া উপজেলা সহকারী কৃষি অফিসার রফিকুল ইসলামকেও শোকজ করা হয়েছে।
যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক জানিয়েছেন, পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে যে সেটে পরীক্ষা নেওয়া হয়েছে, সেই প্রশ্নপত্রেই খাতা মূল্যায়ন করা হবে। ভবিষ্যতে যাতে এমন ভুল না হয়, সে জন্য সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হবে।
লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মো. আবু রিয়াদ জানান, কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসারের দায়িত্বে অবহেলার বিষয়টি যশোর শিক্ষাবোর্ডকে জানানো হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর