
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার একটি পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে উপজেলার পূর্ব বনগাঁও এলাকার ধুম পুকুর থেকে আনুমানিক ৩২ বছর বয়সী ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকালে পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। যুবকের পরনে শুধু প্যান্ট ছিল।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরশেদুল হক জানান, নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সর্বশেষ খবর