
যশোর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবুল (৫৩) ছুরিকাঘাতে আহত হয়েছেন। তাকে গুরুতর অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে আটটার দিকে শহরের শংকরপুরে নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে থাকার সময় তিনি হামলার শিকার হন। পূর্ব শত্রুতার জেরে স্থানীয় সন্ত্রাসী তানভীরসহ অজ্ঞাত ৪/৫ জন তার ওপর হামলা করে এবং ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
উল্লেখ্য, এর আগে ২০২২ সালের ২৯ মে নাজির শংকরপুর চাতালের মোড়ে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আফজাল হোসেন নামে এক ব্যক্তি খুন হন। আফজাল হোসেনের বিরুদ্ধে এক ডজনের বেশি মামলা ছিল। পরদিন ৩০ মে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তার জানাজা ও দাফন শেষে ফেরার পথে নাজির শংকরপুর জিরো পয়েন্ট মোড়ে হামলার শিকার হয়েছিলেন কাউন্সিলর আসাদুজ্জামান বাবুল।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর