
বগুড়া জেলার নন্দীগ্রাম পৌরসভার ২নং ওয়ার্ডের গুন্দইল গ্রামে রফিকুল ইসলাম (৪৫) ও রেহেনা খাতুন (৪৫) নামের এক দম্পতি মানবেতর জীবন যাপন করছেন। নিজেদের কোনো সন্তান নেই।
জানা যায়, রফিকুল ইসলাম আগে কাঠমিস্ত্রীর কাজ করতেন। সেই রোজগারে তাদের সংসার চলতো। তবে দুই বছর আগে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে কর্মক্ষমতা হারিয়েছেন। এর পর থেকে তার হাত-পা অসাড় হয়ে যায়। স্ত্রী রেহেনা খাতুনও দীর্ঘদিন ধরে অসুস্থ। ফলে তাদের অর্ধাহারে-অনাহারে দিন কাটছে।
প্রতিবেশীরা মাঝে মাঝে তাদের খাবার দিয়ে সাহায্য করেন। তবে টাকার অভাবে রফিকুল ও রেহেনা তাদের প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারছেন না।
স্থানীয় নন্দীগ্রাম সরকারি মহিলা কলেজের প্রভাষক সবুজ কুমার সরকার বলেন, "আমি রফিকুলের বাড়ির পাশ দিয়ে যাতায়াত করি। তাদের কষ্ট দেখলে খুব খারাপ লাগে। আমি সাধ্যমতো তাদের সাহায্য করি। তাদের চিকিৎসা ও খাবার-দাবারের জন্য অনেক টাকার প্রয়োজন। সরকারি সুযোগ সুবিধা পেলে তাদের জন্য ভালো হয়।"
নন্দীগ্রাম পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. লায়লা আঞ্জুমান বানু বলেন, "আমি তাদের বিষয়ে শুনেছি। খুব শীঘ্রই আমি রফিকুল ইসলামের বাড়িতে যাব এবং পৌরসভার পক্ষ থেকে তাদের সহযোগিতা করা হবে।"
ভুক্তভোগী রফিকুল ইসলাম সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।
রার/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর