
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী এক সমাবেশে স্থানীয় কয়েকজন জনপ্রতিনিধি ও হত্যা মামলার আসামিদের উপস্থিতিকে কেন্দ্র করে সমালোচনার ঝড় উঠেছে। সোমবার সদর উপজেলা জগন্নাথপুর ইউনিয়নের বড় খোচাবাড়ি এলাকার বলাকা উদ্যানে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে রুহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক বাবু, ঢোলারহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অখিল চন্দ্র রায়, চিলারং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়জুল রহমান ও আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের সদস্য সচিন চন্দ্রসহ কয়েকজন স্থানীয় আওয়ামী লীগ নেতা উপস্থিত ছিলেন। এদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে বলে জানা গেছে।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম। এছাড়াও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ারে আলম খান, ভুল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকারসহ স্থানীয় ইউপি চেয়ারম্যান, সদস্য ও গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে এ ঘটনার সমালোচনা করে লিখেছেন, সমাবেশে চিহ্নিত অপরাধী ও মামলার আসামিদের উপস্থিতি প্রশাসনের মাদকবিরোধী কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করেছে। অনেকে বলছেন, এটি মাদকবিরোধী সমাবেশ না হয়ে আওয়ামী লীগ নেতাদের মিলনমেলায় পরিণত হয়েছে।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলাম বলেন, "যাদের নাম বলা হচ্ছে তারা আসামি কিনা, সেটা পুলিশ ও আদালত বলতে পারবে। আদালতের কোনো কাগজ এখন পর্যন্ত উপজেলাতে আসেনি। সরকার যদি তাদের বহাল রাখে, তাহলে ইউএনও'র কিছু করার নেই।"
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর