
গবেষণায় অসামান্য অবদান রাখায় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)-এর বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে। গতকাল বুধবার (০২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে "গবেষণা উৎকর্ষতা সম্মাননা অনুষ্ঠান ২০২৫"-এ এই স্বীকৃতি দেওয়া হয়।
মিয়ান রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত এই অনুষ্ঠানে গবেষণাভিত্তিক শিক্ষা সংস্কৃতিকে শক্তিশালী করা এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জ্ঞানভিত্তিক অবদান তুলে ধরাই ছিল মূল লক্ষ্য।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মিয়ান রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. সাজল সাহা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহমুদুর রহমান এবং কোষাধ্যক্ষ ও মিয়ান গবেষণা প্রতিষ্ঠানের নির্বাহী সদস্য অধ্যাপক সেলিনা নার্গিস।
উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব বলেন, আইইউবিএটির শিক্ষার্থীরা কৃষি, প্রকৌশল, ব্যবসা, জনস্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে গবেষণার মাধ্যমে সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। সময়োপযোগী সমস্যা সমাধানে গবেষণার গুরুত্ব অপরিহার্য। এই ধারা অব্যাহত রাখতে গবেষকদের উৎসাহিত করা প্রয়োজন।
অনুষ্ঠানে রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মমতাজুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক ব্রিগেডিয়ার জেনারেল ড. মো. জাহিদ হোসেন (অব.), বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে নির্বাচিত গবেষকদের মধ্যে সনদপত্র ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। আইইউবিএটি কর্তৃপক্ষ মনে করে, এই সম্মাননা অনুষ্ঠান গবেষণায় আগ্রহী শিক্ষার্থী ও গবেষকদের আরও অনুপ্রাণিত করবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর