
শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় দুটি মোটরসাইকেলের সংঘর্ষে মনিরুজ্জামান (৩২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বুধবার (২ জুলাই) বিকেল চারটার দিকে নাকুগাঁও স্থলবন্দর মহাসড়কের আন্ধারুপাড়া স্কেল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মনিরুজ্জামান নালিতাবাড়ী থেকে মোটরসাইকেলযোগে নাকুগাঁও স্থলবন্দরের দিকে যাচ্ছিলেন। পথে শিমুলতলা স্লুইসগেইট বাজারের উত্তরে আন্ধারুপাড়া স্কেল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেলের সাথে তার সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তবে, ফুলপুর এলাকায় পৌঁছানোর পর সন্ধ্যা সাতটার দিকে তিনি মারা যান।
নিহত মনিরুজ্জামান বাঘবেড় গ্রামের সমর আলীর ছেলে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর