তরুণ প্রজন্মের চাহিদা পূরণে ওয়ানপ্লাস জুলাই মাসে বাজারে নিয়ে আসছে নতুন দুটি স্মার্টফোন—নর্ড ৫ এবং নর্ড সিই ৫। দ্রুতগতির প্রসেসর, আধুনিক সফটওয়্যার এবং শক্তিশালী ব্যাটারির সমন্বয়ে এই ফোনগুলো ব্যবহারকারীদের উন্নত অভিজ্ঞতা দেবে বলে আশা করা যাচ্ছে।
প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছেন, ওয়ানপ্লাস তরুণদের জন্য হাতের মুঠোয় একটি পাওয়ার হাউস নিয়ে আসছে।
আগামী ৯ জুলাই, ২০২৫ তারিখে ওয়ানপ্লাসের অফিসিয়াল লঞ্চ ইভেন্টে ডিভাইসগুলো উন্মোচন করা হবে।
নর্ড ৫ মডেলে থাকছে স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ মোবাইল প্ল্যাটফর্ম, যা উন্নত গেমিংয়ের অভিজ্ঞতা দেবে। এতে এলপিডিডিআর৫এক্স র্যাম এবং উন্নত থার্মাল কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। পাবজি ও কল অফ ডিউটি মোবাইলের মতো গেমগুলো ১৪৪ ফ্রেম পার সেকেন্ডে খেলা যাবে। এছাড়াও ফোনটিতে ফ্ল্যাগশিপ-গ্রেড ডুয়াল ক্যামেরা সেন্সর রয়েছে, যা দিয়ে দিনের আলোতে প্রাকৃতিক সেলফি এবং রাতে আলট্রা-ক্লিয়ার ছবি তোলা যাবে।
অন্যদিকে, নর্ড সিই ৫ মডেলে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০ অ্যাপেক্স চিপ এবং এলপিডিডিআর৫এক্স র্যাম ব্যবহার করা হয়েছে। এই ফোনে 7,১০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে, যা তিন দিন পর্যন্ত চার্জিং ব্যাকআপ দিতে সক্ষম। এছাড়াও ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং এবং ব্যাটারি হেলথ ম্যাজিক ফিচার দীর্ঘ সময় ধরে ব্যাটারির কার্যকারিতা বজায় রাখবে।
কোম্পানি জানায়, নর্ড ৫ এবং নর্ড সিই ৫ উভয় মডেলেই আধুনিক ডিজাইন ব্যবহার করা হয়েছে। মার্বেল অনুপ্রাণিত টোন এবং আলো প্রতিফলিত করা ফিনিশিং ডিভাইসগুলোকে আরও আকর্ষণীয় করে তুলবে।
ওয়ানপ্লাস বাংলাদেশের অফিসিয়াল চ্যানেলগুলোতে চোখ রেখে নতুন এই ফোনগুলো সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর