
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণাকে বাস্তবে রূপ দিতে ইউনিভার্সিটি ইনোভেশন হাব প্রোগ্রামের (ইউআইএইচপি) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের (বাহাটেপাক) উদ্যোগে এবং বিশ্বব্যাংকের অর্থায়নে ইউআইএইচপি বিশ্ববিদ্যালয়-ভিত্তিক উদ্ভাবন ও উদ্যোক্তা সৃষ্টিতে কাজ করছে।
ইউআইএইচপির জাতীয় প্রোগ্রাম সমন্বয়কারী মো. লতিফুল খবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. জোয়ার্দ্দার ফারুক আহমেদ, ইউআইএইচপির ইউনিভার্সিটি ইনোভেশন হাব ম্যানেজার জাকেরা রহমান এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম। কর্মশালায় বিভিন্ন বিভাগের শিক্ষক ও শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, "তরুণরা তাদের সময়, শক্তি ও নিষ্ঠা বিনিয়োগ করে আজ সফল উদ্ভাবক ও উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে। আমরা শিক্ষার্থীদের জন্য এমন একটি পরিবেশ তৈরি করেছি, যেখানে তারা সৃজনশীলতা প্রকাশ করে নতুন ধারণাকে বাস্তবে রূপ দিতে পারবে।" তিনি তরুণ প্রজন্মকে সময় নষ্ট না করে লক্ষ্য অর্জনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
অধ্যাপক ড. জোয়ার্দ্দার ফারুক আহমেদ বলেন, উপাচার্যের ব্যক্তিগত তত্ত্বাবধানে ইনোভেশন হাবের কার্যক্রম গতিশীল হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ছাত্রজীবনে উদ্ভাবনের ক্ষমতা বেশি থাকে। তাই সরকার এই উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে দেশের উদ্ভাবনী সংস্কৃতিতে পরিবর্তন আসবে এবং বাংলাদেশ আন্তর্জাতিক পরিসরে সফলতা অর্জন করবে বলে তারা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে কৃষিভিত্তিক স্টার্টআপ ‘কৃষি স্বপ্ন’ এর প্রতিষ্ঠাতা সায়েদ জুবায়ের হাসান এবং ‘ফসল ডটকম’ এর সহ-প্রতিষ্ঠাতা মো. মামুনুর রশিদ তাদের অভিজ্ঞতা বিনিময় করেন। বাংলাদেশ এগ্রিকালচার অলিম্পিয়াড অনুষ্ঠানে ইউআইএইচপির আনুষ্ঠানিক আউটরিচ পার্টনার হিসেবে যুক্ত রয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর