
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে উপজেলার পুরাতন বাস্তপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পুরাতন বাস্তপুর গ্রামের ইশাহাক মন্ডলের বড় ছেলে আক্তারুজ্জামান (৫৫) ও ছোট ছেলে আলম হোসেন (৪০)।
স্বজনরা জানান, আক্তারুজ্জামান গরুর জন্য বিদ্যুচ্চালিত মেশিনে ঘাস কাটছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে ছোট ভাই আলম হোসেনও বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর