
গাজীপুর: গাজীপুরে শাখাওয়াত হোসেন নামের এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল ও সাধারণ মানুষকে ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে। তার গ্রেফতার ও বিচারের দাবিতে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোতাপাড়া এলাকায় গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন স্থানীয় ভুক্তভোগী ও সাধারণ মানুষ।
মানববন্ধনে অংশ নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা শাখাওয়াত হোসেনকে ‘আওয়ামী ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দেন। তারা অভিযোগ করেন, শাখাওয়াত হোসেন রাজনৈতিক পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ধরে স্থানীয়দের জিম্মি করে রেখেছেন। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপের অভাব রয়েছে।
গাজীপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক জিতু, গাজীপুর সদর শাখার আহ্বায়ক আকাশ, খোকন আহমদ ও শাহিন মানববন্ধনে বক্তব্য দেন। তারা অবিলম্বে শাখাওয়াত হোসেনকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান এবং দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
রার/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর