মানিকগঞ্জ: মানিকগঞ্জে এক যুবদল নেতার বিরুদ্ধে মেহেদী হাসান শুভ (২২) নামের এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় শুভ হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় অভিযুক্ত ফরিদ উদ্দিন টিপুকে (৩৫) গ্রেপ্তারের দাবিতে ভুক্তভোগী পরিবার শঙ্কা প্রকাশ করেছে।
ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার গিলন্ড বাজার এলাকায়। আহত শুভ গিলন্ড এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে এবং পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি। অভিযুক্ত ফরিদ উদ্দিন টিপু নবগ্রাম ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এবং অ্যাম্বুলেন্স চালক।
শুভর মা মনোয়ারা বেগম জানান, তার ছেলেকে অন্যায়ভাবে মারা হয়েছে এবং তিনি এর বিচার চান। তিনি আরও বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার না করায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
অভিযোগে জানা যায়, ফরিদ উদ্দিন টিপু ও তার দলবল গিলন্ড বাজার এলাকায় টং বানিয়ে নেশাজাতীয় দ্রব্য সেবন ও বিক্রি করত। স্থানীয়রা বাধা দিলে টিপু ও তার দলবল তাদের প্রাণনাশের হুমকি দেয়। এর জের ধরে গত বৃহস্পতিবার টিপু অতর্কিতভাবে শুভর ওপর হামলা চালায়।
এদিকে, এই ঘটনার প্রতিবাদে গতকাল (৪ জুলাই) গিলন্ড বাজারে মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা। মানববন্ধনে বক্তারা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তারা বলেন, টিপু রাজনৈতিক প্রভাব খাটিয়ে বেপরোয়া হয়ে উঠেছে এবং তার কারণে এলাকার লোকজন শান্তিতে বসবাস করতে পারছে না।
অভিযুক্ত ফরিদ উদ্দিন টিপু মারধরের ঘটনা স্বীকার করে বলেন, শুভ এলাকার উঠতি বয়সী ছেলেদের মাদকের দিকে ধাবিত করছে। তিনি আরও বলেন, ঘটনার দিন শুভ তাকে গালিগালাজ করে এবং হাতুড়ি দিয়ে মারতে আসে।
জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন জানান, ঘটনাটি তদন্ত করে সত্যতা পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ জানান, অভিযোগের ভিত্তিতে ঘটনাটি অনুসন্ধান করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
রার/সা.এ
সর্বশেষ খবর