
শেরপুরে অনূর্ধ্ব-১০ বছর বয়সী শিশুদের অংশগ্রহণে এক ব্যতিক্রমী হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের যোগিনীমুরা এলাকায় স্থানীয় যুবসমাজের উদ্যোগে এই ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় লাল দলকে হারিয়ে সবুজ দল জয়লাভ করে। খেলা শেষে বিজয়ী ও বিজিত উভয় দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
স্থানীয় সমাজসেবক আলহাজ্ব মো. হাসমত আলীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা হাসানুর রেজা জিয়া, আখেরমামুদ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. শফিকুল ইসলাম, স্থানীয় সমাজসেবক রাশেদ নাজীব প্রমুখ।
খেলাটি দেখার জন্য দূর-দূরান্ত থেকে হাজারো দর্শক ভিড় জমায়, যেখানে বিপুল সংখ্যক নারী দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দর্শকরা প্রতি বছর এই খেলার আয়োজন করার দাবি জানান।
শ্রীবরদী উপজেলার পশ্চিম ঝিনিয়া এলাকার মো. মাসুদ বলেন, কালের বিবর্তনে ঐতিহ্যবাহী এই খেলাটি হারিয়ে যেতে বসেছে। নতুন প্রজন্মকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে এ ধরনের আয়োজন জরুরি।
চরশেরপুর গ্রামের হোসনে আরা বেগম বলেন, খেলাকে কেন্দ্র করে ছোট ছেলেরা কিছুদিন ধরে অনুশীলন করেছে। শিশুদের খেলাধূলার মধ্যে রাখলে তারা শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকবে।
আয়োজক কমিটির সদস্য নাঈম আহমেদ মনি জানান, গ্রামীণ ঐতিহ্যের জনপ্রিয় খেলা হাডুডু এখন বিলুপ্তির পথে। এই খেলাটিকে টিকিয়ে রাখতে এবং নতুন প্রজন্মকে উৎসাহিত করতে শিশুদের নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এই টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে কামরুল হাসান বলেন, আধুনিকতার ছোঁয়ায় জাতীয় খেলা হাডুডুর অস্তিত্ব আজ বিলীন হওয়ার পথে। তিনি এই ধরনের উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
সর্বশেষ খবর