
স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন চাকরিপ্রার্থীরা। রবিবার সকাল ১০টা থেকে সিভিল সার্জন কার্যালয়ের সামনে তাঁরা অবস্থান নেন। এ সময় কার্যালয়ের প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচিও পালন করেন তাঁরা। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা তাঁদের সঙ্গে একাত্মতা জানান।
চাকরিপ্রার্থীদের অভিযোগ, গত ২০ জুন চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত স্বাস্থ্য সহকারী পদের নিয়োগ পরীক্ষায় ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। তাঁদের দাবি, পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁস, অনুপস্থিত পরীক্ষার্থীদের উত্তীর্ণ দেখানো এবং এক এলাকার প্রার্থীকে অন্য এলাকায় মনোনীত করার মতো ঘটনা ঘটেছে। তাঁরা অভিযোগ করেন, এসব অনিয়ম সত্ত্বেও সিভিল সার্জন তড়িঘড়ি করে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চাইছেন। চাকরিপ্রার্থীরা এই নিয়োগ পরীক্ষা বাতিল, সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দীনের প্রত্যাহার এবং সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।
নিয়োগ ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাদী জিয়া উদ্দীন আহমেদের অনিয়ম ও দুর্নীতি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এ ঘটনায় গত বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি জেলাজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
সর্বশেষ খবর