
ট্রাফিক পুলিশের মামলা দেওয়ার জেরে ক্ষুব্ধ হয়ে নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়েছেন নজরুল ইসলাম নামের এক ব্যক্তি। রবিবার দুপুরে বরগুনা মাছ বাজার সংলগ্ন ট্রাফিক বক্সের সামনে এ ঘটনা ঘটে। নজরুল বরগুনার চরকলোনির উকিল পট্টির বাসিন্দা এবং ভাড়ায় মোটরসাইকেল চালান।
প্রত্যক্ষদর্শীরা জানান, হেলমেট ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ট্রাফিক পুলিশ মামলা দিলে নজরুল ক্ষিপ্ত হয়ে মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। পরে পুলিশ মোটরসাইকেলটি জব্দ করে এবং তাকে পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে যায়।
নজরুল জানান, তার স্ত্রী অসুস্থ থাকা সত্ত্বেও মামলা দেওয়ায় তিনি ক্ষুব্ধ হয়ে এমন কাজ করেছেন।
বরগুনা ট্রাফিক পুলিশের মো. আজাদ জানান, হেলমেট, ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির কাগজপত্র না থাকায় সার্জেন্ট শাহাবুদ্দিন তাকে আটক করেন। এরপর তিনি স্থানীয় প্রভাব দেখানোর চেষ্টা করেন। মামলা দেওয়ার পর একজনের সুপারিশে মামলার কাগজ ও গাড়ির চাবি দেওয়ার সঙ্গে সঙ্গেই তিনি গাড়িতে আগুন দেন। এরপর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
বরগুনার ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর মো. সোয়েব জানান, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নজরুলের বক্তব্য শুনে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দিয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর