
সম্প্রতি পাস হওয়া দুটি আইন বাতিলের দাবিতে পঞ্চগড় আদালতে প্রতিবাদ সমাবেশ করেছেন আইনজীবীরা। সোমবার বিকেলে পঞ্চগড় আইনজীবী সহকারী সমিতির সামনে পঞ্চগড় জেলার সাধারণ আইনজীবীদের ব্যানারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা ভূমি অপরাধ প্রতিকার প্রতিরোধমূলক আইন এবং আইনগত সহায়তা প্রদান সংশোধন আইনের সমালোচনা করে তা বাতিলের দাবি জানান। তাঁদের মতে, আইন দুটি অসম্পূর্ণ এবং সাংঘর্ষিক বিষয় রয়েছে।
এডভোকেট জাফর ইকবাল সুমনের সঞ্চালনায় সমাবেশে পঞ্চগড় বারের সিনিয়র আইনজীবী এ কে এম আনোয়ারুল ইসলাম খায়ের, পঞ্চগড় আইনজীবী সমিতির আহ্বায়ক সদস্য মির্জা আমিরুল ইসলাম, এডভোকেট আহসান হাবিব, এডভোকেট আসাদুজ্জামান আসাদসহ সিনিয়র আইনজীবীরা বক্তব্য দেন।
বক্তারা বলেন, পৈত্রিক সূত্রে পাওয়া সম্পত্তি দীর্ঘ দিন ধরে ভোগদখল করার পর ভূমি অপরাধ প্রতিরোধ আইনে লিগ্যাল এইড কর্মকর্তা প্রতিবেদন দিলে এবং সেই প্রতিবেদনের ভিত্তিতে ভোগদখলীয় সম্পত্তি ছেড়ে দিতে বলা হলে বিচারে প্রভাব পড়বে। স্বাভাবিক আইনে বিচারকাজ পরিচালনা ব্যাহত হবে।
আইনগত সহায়তা প্রদান সংশোধন আইন বিষয়ে বক্তারা বলেন, নির্দিষ্ট নয়টি ক্যাটাগরির মামলা সরাসরি কোর্টে দাখিল করা যাবে না। এ ক্ষেত্রে প্রথমে লিগ্যাল এইডে আবেদন করতে হবে, যেখানে সরাসরি কোনো আইনজীবী নিযুক্ত করা যাবে না। ফলে সাধারণ মানুষ আইনের মাধ্যমে নিজেদের বক্তব্য গুছিয়ে বলার অধিকার হারাবে।
এডভোকেট আহসান হাবিব বলেন, সারাদেশের বিচার ব্যবস্থাকে রাজধানীর আদালতের মামলার সংখ্যার সঙ্গে তুলনা করলে ভুল হবে। তিনি বলেন, একজন লিগ্যাল এইড অফিসার দাম্পত্য কলহের বিচারে বসলে দিন ফুরিয়ে যায়, সেখানে এতগুলো মামলার আপোষ করবেন কিভাবে, তা সম্ভব নয়।
এডভোকেট আসাদুজ্জামান বলেন, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনটি অসম্পূর্ণ। দুই ভাই একই বাড়িতে বসবাস করলে বিরোধের ক্ষেত্রে লিগ্যাল এইড ছয় মাস পর একজনকে জমি ছেড়ে দেওয়ার আদেশ দিলে, তিনি বাড়ি ছেড়ে না দিয়ে আবার কোর্টে মামলা করবেন। ফলে মানুষ অবিচারের শিকার হবে।
সমাবেশে অন্যান্যের মধ্যে এডভোকেট লেলিন, এডভোকেট সবুজসহ তরুণ এবং সিনিয়র আইনজীবীরা অংশ নেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর