
ভোলার চরফ্যাশনে বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় জাহিদুল (২৫) নামের এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার জাহিদুল শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নের মো. মাজেদ মাঝির ছেলে এবং পেশায় মোটরসাইকেল চালক।
ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, গত শুক্রবার চরমাদ্রাজ ইউনিয়নের মেয়াজানপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের তালুকদারের চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার চার দিন পর সোমবার নির্যাতনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি জানাজানি হয়।
জাহিদুলের মা জানান, প্রতিবেশী তুহিন তার নবম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে স্কুলে আসা-যাওয়ার পথে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করত এবং পরবর্তীতে বিয়ের প্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় তুহিন ও তার বন্ধুরা ক্ষিপ্ত হয়।
তিনি আরও জানান, শুক্রবার ভোরে তুহিন ফোন করে জাহিদুলকে তালুকদার চৌমুহনীতে ডেকে নেয়। সেখানে তুহিন, যুবদল নেতা ইমন তালুকদার, আমিনুল ইসলাম ও মো. সিদ্দিক তার ওপর হামলা চালায় এবং বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করে। এমনকি ফ্লাস দিয়ে হাত-পায়ের নখ তুলে নেয় এবং একাধিকবার পানিতে চুবিয়ে জ্ঞান ফিরিয়ে ফের নির্যাতন চালায়। নির্যাতনের সময় তুহিন ও তার বন্ধুরা ভিডিও ধারণ করে।
জাহিদুলের বাবা মাজেদ মাঝি জানান, স্থানীয় গ্রাম পুলিশের সহায়তায় জাহিদুলকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি অভিযোগ করেন, ঘটনাটি পুলিশকে জানালে অভিযুক্তরা তাঁর মেয়েকে এসিড দিয়ে ঝলসে দেওয়া ও ছেলেকে হত্যার হুমকি দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত তুহিন ও ইমন তালুকদারসহ অন্যরা মাদকাসক্ত এবং এলাকায় ত্রাস সৃষ্টি করে।
এ বিষয়ে অভিযুক্ত তুহিন ও ইমন তালুকদারের বক্তব্য পাওয়া যায়নি। তবে তুহিনের বাবা মো. বেল্লাল হোসেন জানান, ঘটনাটি তার জানা নেই এবং তুহিন বাড়িতে নেই।
চরফ্যাশন থানার ওসি মো. মিজানুর রহমান হাওলাদার জানান, পুলিশ ঘটনাটি জেনেছে এবং হাসপাতালে গিয়ে ভুক্তভোগীর সঙ্গে কথা বলেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর