
কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কামাল উদ্দিন ওরফে কামাল মেম্বরের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে স্থানীয় লোকজন জালিয়াপালং এলাকায় একটি অজ্ঞাতনামা মরদেহ দেখতে পেয়ে সেটি কামাল মেম্বরের বলে শনাক্ত করেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত আনুমানিক ১১টার দিকে কামাল মেম্বার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন।
এ বিষয়ে জালিয়াপালং ইউনিয়ন পরিষদ ও উখিয়া থানার সংশ্লিষ্ট কর্মকর্তাদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত কামাল মেম্বার এলাকায় জনপ্রিয় ছিলেন এবং দীর্ঘদিন ধরে ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর