
নড়াইলের লোহাগড়ায় বাড়ির পাশে মাছের ঘেরে গোসল করতে নেমে প্রিয়া খানম (১১) নামের এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। আজ বুধবার (৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কাশীপুর ইউনিয়নের বসুপটি গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
প্রিয়া খানম বসুপটি গ্রামের রবিউল ইসলামের মেয়ে এবং স্থানীয় সারুলিয়া মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রিয়া তার ছোট ভাইসহ কয়েকজন সমবয়সী শিশুর সঙ্গে বাড়ির পাশের মাছের ঘেরে গোসল করতে যায়। গোসলের সময় হঠাৎ সে পানিতে হাবুডুবু খেতে শুরু করে এবং একপর্যায়ে ডুবে যায়। সঙ্গে থাকা শিশুরা বিষয়টি বুঝতে পেরে দ্রুত প্রিয়ার পরিবারের লোকজনকে জানায়।
খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রিয়াকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর