
শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় পলাশীকুড়া জনতা উচ্চ বিদ্যালয় থেকে রাজু আহাম্মেদ ও নাইম খান নামের দুই শিক্ষার্থী বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। রাজু আহমেদ সকল বিষয়ে এ প্লাস পেয়ে এবং নাইম খান দুই বিষয়ে এ এবং বাকি সব বিষয়ে এ প্লাস পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন।
রাজুর বাবা সুলতান মিয়া একজন অটোচালক এবং তিনি উপজেলার আন্ধারুপাড়া গ্রামের বাসিন্দা। নাইমের বাবা রুপচাঁন মিয়াও বুরুঙ্গা গ্রামের একজন অটোচালক। অভাবের সংসারে অটো চালিয়ে কষ্ট করে তারা সন্তানদের লেখাপড়ার খরচ জুগিয়েছেন।
ছেলেরা ভালো ফল করায় খুশি হলেও দুশ্চিন্তা কাটছে না তাদের বাবা-মায়ের। একদিকে সংসার চালানো, অন্যদিকে সন্তানদের উচ্চশিক্ষার খরচ জোগানো তাদের জন্য কঠিন হয়ে পড়বে।
কৃতী শিক্ষার্থী রাজু জানায়, লেখাপড়া করে উচ্চশিক্ষিত হয়ে দেশের সেবা করার স্বপ্ন তার। তবে দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় সেই স্বপ্ন পূরণ হওয়া নিয়ে সংশয় রয়েছে তার মনে। নাইমও একইরকম দুশ্চিন্তা প্রকাশ করে জানায়, বাবার অটোরিকশার আয়ে সংসার চালানোই কঠিন, সেখানে উচ্চশিক্ষার খরচ চালানো দুঃসাধ্য।
রাজুর বাবা সুলতান মিয়া বলেন, ছেলের রেজাল্টে খুশি হলেও তার লেখাপড়ার খরচ নিয়ে তিনি চিন্তিত। রুপচাঁন মিয়া জানান, ছেলের বিজ্ঞান বিভাগে এ প্লাস পাওয়ার খবরে তিনি আনন্দিত। তবে সরকারি বা বেসরকারি সহযোগিতা পেলে তিনি ছেলের লেখাপড়ার খরচ চালিয়ে নিতে পারতেন।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর