
ফেনী: ফেনীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় এবং রেঞ্জ কমান্ডার মো. মাহবুবুর রহমানের সহযোগিতায় জেলা কমান্ড্যান্ট মো. হেলাল উদ্দীন প্রায় ৪০০ ব্যাগ শুকনো খাবার বিতরণ করেন।
উপজেলা কর্মকর্তা আমির হোসেন, রিক্তা হাজারী এবং জাহেরা খাতুনের সার্বিক তত্ত্বাবধানে এই ত্রাণ কার্যক্রম পরিচালিত হয়। এছাড়াও উপজেলা প্রশিক্ষক/ প্রশিক্ষিকা, ভাতাভোগী ও স্বেচ্ছাসেবী আনসার ভিডিপি সদস্য-সদস্যারা এতে সহযোগিতা করেন।
আনসার ভিডিপির সদস্যগণ বন্যাকবলিত নারী, শিশু, বৃদ্ধ ও প্রতিবন্ধী মানুষদের আশ্রয়কেন্দ্রে পৌঁছে দিতে সহায়তা করেন এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ত্রাণসহ অন্যান্য সহায়তা প্রদান করেন।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর