
কুড়িগ্রামের রৌমারীতে হত্যা মামলার ইজাহারভুক্ত আসামি শাহরিয়ার হোসেন ইমনকে (২২) গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার গভীর রাতে ঢাকার উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার তাকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী থানার উপপরিদর্শক (এসআই) আনারুল ইসলাম সরকার। তিনি জানান, র্যাব-১৪, ময়মনসিংহ এর অধিনায়ক এর নির্দেশনায় সিপিসি-১, র্যাব-১৪, জামালপুর ক্যাম্পের একটি দল এবং সিপিসি-২, র্যাব-১, উত্তরা এর সহায়তায় ঢাকার উত্তরা-পূর্ব থানাধীন আজওয়া শিশু পার্ক এলাকায় অভিযান চালিয়ে ইমনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে রৌমারী থানায় হস্তান্তর করা হয়েছে। ইমন রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর চরেরগ্রাম এলাকার আবুল কালাম আজাদের ছেলে।
রৌমারী থানার দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) বিকাশ চন্দ্র রায় জানান, হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, যাদুরচর ইউনিয়নের ধনারচর চরেরগ্রামের বাসিন্দা আরিফুল ইসলাম আরিফ বালুর ব্যবসা করতেন। এই ব্যবসা নিয়ে আজাদ ও তার ছেলে ইমনের সঙ্গে তার বিরোধ ছিল। নিহতের বড় ভাইয়ের ভাষ্য অনুযায়ী, ঘটনার আগে ইমন আরিফকে হুমকি দিয়ে বলেছিলেন, তার বাবাকে খারাপ কথা বলার জন্য তিনি আরিফকে ‘খেয়ে ফেলবেন’। গত ১৬ মার্চ ভোরে নুরুজ্জামান নামের আরেক বালু ব্যবসায়ী আরিফকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যান। পরে স্থানীয়রা ব্রহ্মপুত্র নদের পূর্বপারে আরিফের লাশ দেখতে পান।
আরিফুল ইসলাম রৌমারী উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক সুরুজ্জামানের ছেলে। ওই ঘটনায় নিহতের বড় ভাই আতিকুর রহমান তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৪-৫ জনকে আসামি করে রৌমারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর