
দেশের সংস্কার, বিচার এবং নতুন সংবিধানের দাবিতে আগামী ৩ আগস্ট শহীদ মিনারে জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) নতুন ইশতেহার দেবে বলে জানিয়েছেন সংগঠনটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
শনিবার (১২ জুলাই) সাতক্ষীরা শহরের খুলনা রোডের মোড়ে 'আসিফ চত্বরে' এক পথসভায় তিনি বলেন, "গণঅভ্যুত্থানের পরে এত মানুষের জীবন যাওয়ার পরে যদি কেউ ভাবে পুরোনো রাজনীতিতেই ফিরে যাবে, তবে সেই ভাবনা সহজ হবে না। কারণ অভ্যুত্থানের শক্তি এখনো মাঠে আছে।" তিনি আরো বলেন, "একটি পক্ষ চাঁদাবাজি ও সন্ত্রাস টিকিয়ে রাখতে চায়। তাদের মোকাবিলা করতে ঐক্যবদ্ধ হয়ে নতুন করে প্রস্তুতি নিতে হবে।"
সাতক্ষীরাবাসীর উদ্দেশ্যে নাহিদ ইসলাম বলেন, "রেল সুবিধা, শিক্ষা, স্বাস্থ্য ও জলবায়ু ব্যবস্থা রক্ষা এবং সুন্দরবন বাঁচাতে জাতীয় নাগরিক পার্টির পাশে থাকতে হবে। চাঁদাবাজদের ভয় পাওয়ার কিছু নেই।"
পথসভায় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মেজবাহ কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।
সর্বশেষ খবর