
রাজধানীর মিটফোর্ড হাসপাতালে ব্যবসায়ীকে প্রকাশ্যে হত্যা, খুলনার দৌলতপুরে যুবদলের সাবেক নেতাকে গুলি করে ও রগ কেটে হত্যা এবং চাঁদপুর সদরে জুমার নামাজের পর মসজিদের ভেতরে ইমামকে চাপাতি দিয়ে আহত করার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা।
শনিবার (১২ জুলাই) এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবিতে পৃথকভাবে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাকৃবি শাখা, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাকৃবি শাখা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বাকৃবি শাখা।
দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে ঢাকার মিডফোর্ডে ব্যবসায়ী হত্যাকাণ্ড এবং খুলনায় যুবদল নেতাকে রগ কেটে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবিতে বিক্ষোভ মিছিল করে বিএনপির ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাকৃবি শাখা। বিক্ষোভ সমাবেশে ছাত্রদল বাকৃবি শাখার সদস্য সচিব মো. শফিকুল ইসলাম শফিক বলেন, প্রতিটি হত্যাকাণ্ডই বেদনাদায়ক। আমরা দেশে আর কোনো হত্যাকাণ্ড দেখতে চাই না। চকবাজারের খুনের ঘটনায় দায়ী প্রত্যেককে অবিলম্বে গ্রেফতার করতে হবে। রাজনৈতিক পরিচয় থাকলেও অপরাধ করে পার পাওয়ার সুযোগ নেই।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাকৃবি শাখার নেতৃবৃন্দ এক প্রেস বিজ্ঞপ্তিতে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে হত্যার ঘটনায় নিন্দা ও বিচার দাবি করেছেন। নেতৃবৃন্দ বলেন, একটি দল দখল, লুটপাট, চাঁদাবাজি, হত্যা ও ধর্ষণের মতো নানা অপরাধে লিপ্ত হয়েছে। তারা দেড় শতাধিক মানুষকে হত্যার মধ্য দিয়ে সন্ত্রাসী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। তারা এই ঘটনাসহ সারাদেশে সংঘটিত হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দাবি জানান।
এদিকে রাজধানীর পুরান ঢাকার সোহাগ হত্যার ঘটনার নিন্দা জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাকৃবি শাখা। সংগঠনটির নেতৃবৃন্দ বলেন, পুরান ঢাকায় এক ব্যবসায়ীকে অমানবিক নির্যাতন করে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এই ঘটনায় জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বাকৃবি শাখার সদস্যরা উপরোক্ত তিনটি ঘটনার বিরুদ্ধেই প্রতিবাদ জানিয়ে বিকেল সাড়ে তিনটায় একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন। বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের মুক্তমঞ্চের সামনে ওই সমাবেশে বক্তারা বলেন, দেশের প্রত্যেক জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। বক্তারা আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা ও বিচার ব্যবস্থার নাজুক অবস্থার কারণে অপরাধের মাত্রা বাড়ছে। তারা বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করে আইনের শাসন প্রতিষ্ঠার দাবি জানান।
এছাড়া সন্ধ্যায় চাঁদাবাজ, ধর্ষণকারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বারের মোড়ে বাকৃবির সাধারণ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর