
পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে পরশুরামে এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতা ও তার অনুসারীদের বিরুদ্ধে। পরশুরাম উত্তর বাজারের ব্যবসায়ী সুমন হোসেনের অভিযোগ, বকেয়া টাকা চাওয়াতে ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ সায়েম ও তার ভাতিজা ফয়সালসহ কয়েকজন তাকে বেদড়ক মারধর করেছেন।
ভুক্তভোগী সুমন হোসেন জানান, শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মারধরের একটি ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। আহত সুমন বর্তমানে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তিনি পরিবারের সাথে কথা বলে মামলার বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত যুবদল নেতা মোঃ সায়েমের বক্তব্য পাওয়া যায়নি।
সর্বশেষ খবর