
জুলাই মাসের গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি ও দেশ গড়ার প্রত্যয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে নোয়াখালীতে পদযাত্রা অনুষ্ঠিত হবে। দলের সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ আশা প্রকাশ করেছেন, এই পদযাত্রায় সাধারণ মানুষের ঢল নামবে।
রবিবার সকালে নোয়াখালীর জেলা শহর মাইজদীতে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় আব্দুল হান্নান মাসউদ বলেন, উত্তরবঙ্গ থেকে শুরু হওয়া পদযাত্রা এরই মধ্যে ব্যাপক সাফল্য লাভ করেছে। আগামী ২২ জুলাই নোয়াখালীবাসী তাদের অধিকারের পক্ষে এবং দুর্নীতি, সন্ত্রাস ও দুঃশাসনের বিরুদ্ধে জোরালো বার্তা দিতে রাস্তায় নামবে।
তিনি আরো বলেন, নোয়াখালীসহ সারাদেশে যে অন্যায়, অনিয়ম চলছে, তা রুখে দিতে এনসিপির রাজপথে নামা এখন সময়ের দাবি। জনগণই তাদের শক্তি এবং তাদের সাথে নিয়েই এনসিপি ভবিষ্যতের পথ চলবে।
জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য ইমরান হোসান তুহিন জানান, ২১ জুলাই কেন্দ্রীয় নেতৃবৃন্দ ফেনী জেলা হয়ে নোয়াখালী আসবেন। ২২ জুলাই সকাল ১১টায় জেলা শহর মাইজদীর নতুন বাসস্ট্যান্ড থেকে পদযাত্রা শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সুপারমার্কেটের সামনে শেষ হবে। এরপর তারা লক্ষ্মীপুরের রামগতি যাবেন।
প্রস্তুতি সভায় নোয়াখালী জেলা সংগঠক কাজী মাঈন উদ্দীন তানভীর, ইয়াছিন আরাফাত, হাবীবুবুর রহমান, শ্রমিক উইং নোয়াখালীর প্রধান সমন্বয়কারী জসিম উদ্দিন স্বাধীন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন। সভায় নেতারা পদযাত্রাকে সফল করতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ব্যাপক প্রচার ও জনসংযোগ চালানোর নির্দেশ দেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর