
আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় নির্বাচন কমিশনের তফসিল থেকে নৌকা প্রতীক বাদ দেওয়া এবং শাপলা প্রতীককে তফসিলভুক্ত করার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
গতকাল রবিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎকালে এনসিপির প্রতিনিধি দল এই দাবি জানায়। প্রতিনিধি দলে ছিলেন মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটোয়ারী, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা।
বৈঠকে অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা বলেন, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকাবস্থায়ও নৌকা প্রতীক তালিকায় বহাল রয়েছে, যা আইনত ভুল। যতক্ষণ পর্যন্ত সরকারের অন্য কোনো সিদ্ধান্ত বা আদালতের কোনো নির্দেশনা না আসে, ততক্ষণ পর্যন্ত নৌকা প্রতীক তালিকায় রাখা যায় না।
অন্যদিকে, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটোয়ারী বলেন, নির্বাচনের আগে নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন করতে হবে এবং আগের আইন পরিবর্তন করতে হবে। তিনি আরো বলেন, শাপলা প্রতীক পেতে আইনি কোনো বাধা নেই। বাধা দেওয়া হলে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।
জহিরুল ইসলাম মূসা জানান, জাতীয় প্রতীক হিসেবে শাপলার অন্তর্ভুক্তি নিয়ে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। শাপলাকে নির্বাচনী প্রতীক হিসেবে অন্তর্ভুক্তিতে আইনের কোনো বাধা নেই।
তিনি আরো জানান, এনসিপি ভবিষ্যতে নিবন্ধিত হলে যেন শাপলা প্রতীক বরাদ্দ পায়, সেই আবেদনও জানানো হয়েছে।
উল্লেখ্য, ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন বিধিমালা অনুযায়ী ১১৫টি প্রতীকের তালিকা ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর