
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে আজ রবিবার বিকেলে বেগমগঞ্জ চৌরাস্তা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
বিকেল সাড়ে ৪টার দিকে শিক্ষার্থীরা বেগমগঞ্জ চৌরাস্তার মূল সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় চৌরাস্তা অবরোধ করে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। প্রায় এক ঘণ্টা ধরে চলা এই অবরোধে নোয়াখালী এবং লক্ষ্মীপুরের সাথে ঢাকা-চট্টগ্রামের যান চলাচল বন্ধ থাকে।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, গতকাল বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী অনিমেষ দেব নাথ ও তাঁর দুই সহপাঠীর ওপর চট্টগ্রাম থেকে নোয়াখালী ফেরার পথে সন্ত্রাসীরা হামলা চালায়। এর আগেও গত মাসে একই এলাকায় বিশ্ববিদ্যালয়ের গাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছিল।
বিক্ষোভকারীরা জানান, এসব ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি, যা দুঃখজনক।
এ সময় এসিসিই বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, ঘটনার পরপরই নোয়াখালীর পুলিশকে জানানো হয়েছে এবং ভুক্তভোগী শিক্ষার্থী ৭/৮ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেছেন। আশেপাশের সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করা সহজ, কিন্তু প্রশাসন দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি।
সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী রিয়াদুল জান্নাত মারিয়া হুঁশিয়ারি দিয়ে বলেন, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করা না হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
বিজিই ১৩তম ব্যাচের শিক্ষার্থী সালাহউদ্দিন মহসিন বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থ হলে ছাত্রজনতা ব্যবস্থা নেবে। এর আগেও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি বলে তিনি অভিযোগ করেন।
শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকবৃন্দও এই কর্মসূচিতে অংশ নেন। অ্যাপ্লাইড ম্যাথ বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল করিম বলেন, দুর্বল প্রশাসন ও বিচারহীনতার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তিনি হামলাকারীদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে দাবি জানান।
শিক্ষার্থীরা আগামী ১২ ঘণ্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তারের জন্য প্রশাসনকে আল্টিমেটাম দিয়ে অবরোধ তুলে নিয়েছেন।
সর্বশেষ খবর