
খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি ও ডাইনছড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আলমগীর হোসেনকে (৪০) আটক করেছে পুলিশ।
রবিবার সকালে স্থানীয় ছাত্র-জনতা তার কর্মস্থল ডাইনছড়ি উচ্চ বিদ্যালয় ঘেরাও করার পর পুলিশ তাকে আটক করে।
মানিকছড়ি থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, বিএনপির দলীয় অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ ও নেতাকর্মীদের মারধরের ঘটনায় আলমগীর হোসেনের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। স্থানীয়রা তাকে ঘেরাও করলে পুলিশ গিয়ে তাকে আটক করে।
ওসি আরও জানান, আটক আওয়ামী লীগ নেতাকে বিএনপির দায়ের করা দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর