
খাগড়াছড়ির মানিকছড়িতে বিএনপি’র সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সোমবার বেলা ১১টায় উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে খাগড়াছড়ি জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এম এন আবছার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন।
উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. মীর হোসেনের সঞ্চালনায় এবং সভাপতি মো. এনামুল হক এনামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক মো. মোশারফ হোসেন, উপজেলা বিএনপি’র প্রধান উপদেষ্টা আবুল কাশেম মাস্টার, সহ-সভাপতি মো. জয়নাল আবেদীন, যুগ্ম সম্পাদক মো. আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক মো. নুরুজ্জামান মাষ্টার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মীর হোসেন, সদস্য সচিব মহিউদ্দিন কিশোর ও উপজেলা মহিলা দলের সভানেত্রী সালমা বেগম।
আলোচনা সভা শেষে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচিতে অংশ নেন।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর