
কোটা সংস্কার আন্দোলনের সূত্র ধরে গড়ে ওঠা ছাত্র-জনতার গণআন্দোলনে নারীদের অবদানকে স্মরণ করে পালিত হলো ‘জুলাই উইমেন্স ডে’। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে গতকাল সোমবার (১৪ জুলাই) দিনভর নানা কর্মসূচির আয়োজন করা হয়।
সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ছিল বিশেষ অনুষ্ঠানমালা। গান, কবিতা, স্মৃতিচারণ, ড্রোন শো ও আন্দোলনের দলিলভিত্তিক প্রামাণ্যচিত্রের মাধ্যমে সেই সময়ের স্মৃতি তুলে ধরা হয়। অনুষ্ঠানে রাজপথে ভয়-নির্যাতন উপেক্ষা করে দাঁড়ানো সাহসী নারী শিক্ষার্থীদের স্মরণ করা হয়। ড্রোন শো-তে আন্দোলনের বিভিন্ন চিত্র ফুটিয়ে তোলা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। শিক্ষার্থীদের জন্য রাজু ভাস্কর্য, টিএসসি ও শামসুন্নাহার হলের সামনে একাধিক বড় ডিসপ্লে স্থাপন করা হয়েছে, যেখানে আন্দোলনভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে পুলিশ, আনসার ও প্রক্টরিয়াল টিমের সদস্যসহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা মোতায়েন ছিলেন। শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্রধারী শিক্ষার্থীরাই ক্যাম্পাসে প্রবেশ করতে পেরেছেন। দিনটির গুরুত্ব বিবেচনায় মেয়েদের আবাসিক হলগুলোতে প্রবেশে শিথিলতা ছিল।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর