
সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং বিএনপি নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে নড়াইলের লোহাগড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।
আজ বুধবার (১৬ জুলাই) বিকেলে লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে শহরের সি এন্ড বি চৌরাস্তা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে লোহাগড়া উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়।
পরে লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটুর সভাপতিত্বে এবং লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মো. মিলু শরীফের সঞ্চালনায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. টিপু সুলতান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, নড়াইল পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ফসিয়ার রহমান, লোহাগড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিয়ার রহমান সান্টু, লোহাগড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস. এ সাইফুল্লাহ মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বিএনপি দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ রাজনৈতিক দল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য ও ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে। ষড়যন্ত্র করে বিএনপিকে দমানো যাবে না। দলের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং দলে অনুপ্রবেশকারীদের সম্পর্কে সজাগ থাকতে হবে।
মিছিলে উপজেলা বিএনপি, পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর