
মানিকছড়িতে অপহৃত মাদ্রাসাছাত্র মো. সোহেলের (১৪) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার (১৬ জুলাই) বিকেলে উপজেলার বাটনাতলী ইউনিয়নের দুর্গম বুদংপাড়া এলাকার একটি ছড়া থেকে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
সোহেল ছুদুরখীল এলাকার আব্দুল জলিল ও রাবেয়া আক্তার দম্পতির একমাত্র ছেলে এবং ঘোরখানা শাহানশাহ হক ভান্ডারী সুন্নিয়া দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুদংপাড়া এলাকার কৃষক অংগ্যজাই মারমা জমিতে কাজ করতে গিয়ে ছড়ায় লাশটি দেখতে পান। পরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেন।
এর আগে গত ৪ জুলাই রাতে ঘোরখানা এলাকায় নিজ বাড়ি ফেরার পথে নিখোঁজ হয় সোহেল। এরপর তার নানার কাছে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা মুক্তিপণ হিসেবে ৫ লাখ টাকা দাবি করে। ঘটনার পরপরই পুলিশ ও সেনাবাহিনী গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সম্বু কুমার ত্রিপুরা (৩৬), মো. মাঈন উদ্দিন (২১) ও মো. ইয়াছিন মিয়া (২৮) নামের তিনজনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপহরণের সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করলেও সোহেলের সন্ধান দিতে পারেনি।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করা হয়েছে এবং অন্যান্যদের খুঁজে বের করতে পুলিশ কাজ করছে।
এদিকে, সোহেলের সন্ধান না পাওয়ার প্রতিবাদে বুধবার সকালে তার শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন করেন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয়রা। তারা সোহেলকে অক্ষত অবস্থায় ফেরত এবং অপহরণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সর্বশেষ খবর