
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাহ আজিজুর রহমান হলের পুকুর থেকে আজ বৃহস্পতিবার বিকেলে সাজিদ আব্দুল্লাহ নামের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। বিকেল সাড়ে পাঁচটার দিকে লাশটি প্রথম নজরে আসে এবং সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তা উদ্ধার করেন।
সাজিদ আব্দুল্লাহ বিশ্ববিদ্যালয়ের আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি টাঙ্গাইল জেলায়। সহপাঠীরা লাশটি শনাক্ত করেছেন।
পুকুর পাড়ের এক দোকানি আকমল জানান, দুপুরে তিনি প্রথমে কিছু একটা ভাসতে দেখেন। প্রথমে প্যান্ট মনে হলেও পরে মাথা ভেসে ওঠায় বিষয়টি জানাজানি হয়।
ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ যায়। প্রাথমিকভাবে লাশে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি।
বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক মো. শাহেদ জানান, লাশটি সম্ভবত ৪-৫ ঘণ্টা আগের। মৃত্যুর কারণ জানতে লাশ কুষ্টিয়া পাঠানো হয়েছে।
এ ঘটনায় পুরো ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে।
সর্বশেষ খবর