
দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ নষ্ট এবং বিভিন্ন গুপ্ত সংগঠনের মব তৈরির অপচেষ্টার প্রতিবাদে বরগুনা জেলা জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল সাড়ে চারটার দিকে জেলা বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বরগুনা প্রেসক্লাব চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
জেলা যুবদলের সভাপতি মোঃ জাহিদ হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ নজরুল ইসলাম মোল্লা, কেন্দ্রীয় কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক মোঃ ফিরোজ উজ জামান মামুন মোল্লা, সাবেক সহ-সভাপতি এ জেডএম সালেহ ফারুক, মোঃ ফজলুল হক মাস্টার, সাবেক পৌর কমিটির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোঃ নুরুল আমিন, জেলা বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ূন হাসান শাহিন, একেএম শফিকুজ্জামান মাহফুজ, জেলা বিএনপি নেতা বাবুল হাওলাদার প্রমুখ বক্তব্য রাখেন। জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ জুবায়েদুল ইসলাম জুয়েল সমাবেশ সঞ্চালনা করেন।
বক্তারা অভিযোগ করেন, কিছু গুপ্ত সংগঠন শিক্ষাঙ্গন ও যুব সমাজকে বিপথগামী করার জন্য একের পর এক ষড়যন্ত্র চালাচ্ছে। এর মাধ্যমে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করে সারাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার অপচেষ্টা চলছে। তারা বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দেওয়ার এই ষড়যন্ত্র কোনোভাবেই বরদাস্ত করা হবে না।
বক্তারা আরও বলেন, দেশজুড়ে একের পর এক হত্যাকাণ্ড ঘটছে। বিচারবহির্ভূতভাবে জনতাকে ব্যবহার করে ‘মব জাস্টিস’-এর ঘটনা ঘটছে। ব্যবসা-বাণিজ্যে লুটপাট চলছে, অথচ আইনশৃঙ্খলা বাহিনী নিশ্চুপ। সরকারের নির্লিপ্ততায় মানুষের জীবন ও সম্পদ আজ নিরাপদ নয়। নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন আবারও সক্রিয় হয়ে উঠছে এবং বিভিন্ন স্থানে অপকর্ম চালাচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
সমাবেশ থেকে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার যদি অবিলম্বে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ না নেয়, তাহলে যুবদল আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী, ছাত্রসমাজ এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর