
আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, মুজিববাদী আদর্শের মাধ্যমে সারা দেশে হত্যা, খুন ও নির্যাতন করা হয়েছে। তাই মুজিববাদী আদর্শ থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে।
বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ী জেলা শহরের রেলগেট এলাকায় বিপ্লবী ছাত্রজনতার রক্তস্নাত চব্বিশের গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে এনসিপির মাসব্যাপী "দেশ গড়তে জুলাই পদযাত্রা" কর্মসূচির পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম আরও বলেন, গত বছরের জুলাই থেকে তারা রাজপথে নেমেছেন এবং নতুন দেশ গঠন না হওয়া পর্যন্ত মাঠে থাকবেন। আগামী ৩ আগস্ট শহীদ মিনারে তাদের সমাবেশ অনুষ্ঠিত হবে। এই পদযাত্রার উদ্দেশ্য হলো জেলার সমস্যাগুলো চিহ্নিত করা।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বসুন্ধরা মিডিয়ার বিরুদ্ধে আওয়ামী লীগের পক্ষে ভাড়ায় খাটার অভিযোগ করেন। তিনি বলেন, আওয়ামী লীগ নির্মূল না হওয়া পর্যন্ত তারা যুদ্ধ চালিয়ে যাবেন।
এনসিপির যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা রাজবাড়ীর স্বাস্থ্যসেবার বেহাল দশা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, রাজবাড়ী সদর হাসপাতালে রোগীরা ভোগান্তির শিকার হন এবং প্রয়োজনীয় ঔষধ বাইরে থেকে কিনতে হয়। তিনি জরুরি চিকিৎসার ব্যবস্থা এবং প্রতিটি মানুষের জন্য স্বাস্থ্য কার্ডের দাবি জানান।
সভায় এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, কেন্দ্রীয় সদস্য সাইয়েদ জামিলসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। বক্তারা গোপালগঞ্জে হামলার নিন্দা জানান এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। পাশাপাশি রাজবাড়ীতে একটি মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
সভায় জাতীয় ওলামা-মাশায়েক আইম্মা পরিষদের সভাপতি মাওলানা ক্বারী আবু ইউসুফ, ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য সচিব আরিফুল ইসলাম, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সেক্রেটারি নাজমুল হাসান, বাংলাদেশ যুব অধিকার পরিষদ রাজবাড়ী জেলার সাধারণ সম্পাদক ফজলে রাব্বীসহ বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এদিকে, আইন-শৃঙ্খলা রক্ষায় পথসভায় জেলা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। এছাড়া, শহরে সেনাবাহিনী ও র্যাবসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল ছিল।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর