
নাটোরে ট্রেনে কাটা পড়ে মায়া (৬০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৮ জুলাই) সকাল ১১টার দিকে লালপুর উপজেলার আব্দুলপুর রেলওয়ে স্টেশনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মায়া রাজশাহীর নন্দনগাছি এলাকার বাসিন্দা ছিলেন। কয়েক বছর আগে তার স্বামী মনি হোসেন মারা যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, মায়া তার ছেলের সঙ্গে রাজশাহীগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনে চড়ার জন্য আব্দুলপুর স্টেশনে আসেন। ট্রেনটি স্টেশনে ঢোকার সময় মা ও ছেলে রেললাইন পার হচ্ছিলেন। ছেলে দৌড়ে প্ল্যাটফর্মে উঠতে পারলেও মায়া পারেননি। এ সময় ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, ঘটনাটি দুঃখজনক। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর