
গাজীপুরের কালিয়াকৈরে মালবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে উপজেলার ধামরাই-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কের বড়চালা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য। তারা হলেন - বগুড়া জেলার ধুনট উপজেলার ঈশ্বরঘাট গ্রামের সাদেক আলীর মেয়ে নাসরিন নাহার (৩০), তার স্বামী (নাম জানা যায়নি) এবং তাদের শিশু পুত্র। নিহত অন্য ব্যক্তি হলেন গাজীপুর জেলার শ্রীপুর থানার কেউরা পশ্চিম খণ্ড গ্রামের শফিকুল ইসলাম (৫৩)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচটি যাত্রী নিয়ে সিএনজিচালিত একটি অটোরিকশা মাওনা চৌরাস্তা থেকে কালিয়াকৈর যাচ্ছিল। বড়চালা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মালবাহী ট্রাক সিএনজিটিকে সরাসরি চাপা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শফিকুল ইসলাম ও শিশু পুত্র মারা যান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নাসরিন নাহার ও তার স্বামীকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পলাতক রয়েছেন। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর